
মোঃ হাচিবুর রহমান,নড়াইলঃ নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের সি,এম,বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি ) সমাপনী দিনে বিকালে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক কাজী নাফিউল মজিদের সভাপতিত্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ ও বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজান মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস। এ ছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মল্লিক মাহমুদুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক মাহফুজা খাতুন, মিজানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হিরু শেখ, স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাসহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :