মোঃ বাবলু মল্লিক, নড়াইলঃ নড়াইলে নড়াগাতী থানা শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর গৌরবউজ্জ্বল,সংগ্রাম, সাফল্যের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় নড়াগাতি থানা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য রেলি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামলীগ অফিস চত্বরে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা শেষে কেক কেটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ সময় নড়াগাতি থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খান জিয়াউর রশিদ রুপম,সাধারন সম্পাদক মুরছালিন খন্দকার লালিফ, সহ সভাপতি প্রতাপ ভট্রাচার্জ,যুন্ম সাধারন সম্পাদক আমিনুর রহমান,সাংগঠনিক সম্পাদক হেকমত আলী, পহরডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক ইমদাদুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মল্লিক, সহ সভাপতি শাহাবুদ্দিন ঠাকুর, প্রচার সম্পাদক মোঃ হাচিবুর রহমান,খাশিয়াল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।