• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনে এমপি পুত্রের ফ্রিজ বিতরণ


প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৩, ৪:৪৪ অপরাহ্ন / ৩৩৫
নড়াইলের কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনে এমপি পুত্রের ফ্রিজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নড়াইলঃ নড়াইলের কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনে রেফ্রিজারেটর উপহার দিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির পুত্র বি এম সৌহার্দ্য হক। ফ্রিজটি গ্রহণ করেন কালিয়া ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মোহাম্মদ আব্দুল হান্নান।

এ সময় উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম রানা, ছাত্রলীগ নেতা পার্থ চক্রবর্তী, ইয়ামিন বিশ্বাস, নিয়ামত হোসেন প্রান্তসহ আরো অনেকে।

ফ্রিজ উপহার বিষয়ে এমপি পুত্র বি এম সৌহার্দ্য হক বলেন, ফায়ার সার্ভিস স্টেশন কালিয়াতে আসার পর থেকে অনেক স্হানে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে তাদের জীবনের কথা না ভেবে। তারা (ফায়ার সার্ভিস কর্মীরা) সব সময় আমাদের সেবায় নিয়োজিত থাকে। আর এই রমজানে ফায়ার সার্ভিসের সদস্যদের ইফতার করার সময় ঠান্ডা পানি দিয়ে তৃষ্ণা মেটাতে ও খাবার সংরক্ষণের জন্য ফ্রিজের ব্যাবস্থা করেছি।