
মোঃ হাচিবুর রহমান, কালিয়া, নড়াইলঃ নড়াইলের কালিয়ায় মেসার্স স্বস্তি বিক্সস ইট ভাটার ঘাতক ট্রলী কেড়ে নিলো বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুর রহমান ওরফে তোতা (৭৫) মিয়ার প্রান।
রবিবার সকাল ৮টার সময় ছোট কালিয়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত বীর মুক্তিযোদ্ধা মির্জাপুর গ্রামের মৃত রুস্তম মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আশা ঘাতক ট্রলী ধাক্কা দিলে নিচে পরে যায় এবং ডান পায়ের উপর দিয়ে চালিয়ে যান। পরে স্থানীয়রা তোতা মিয়াকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ তাসমীম আলম বলেন, ট্রলীটি আটক করে থানায় নিয়ে আশা হয়েছে।এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :