• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৮:০১ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়ায় এক কেজি গাঁজাসহ যুবক আটক


প্রকাশের সময় : মে ২৪, ২০২২, ১:৪০ অপরাহ্ন / ১০৭
নড়াইলের কালিয়ায় এক কেজি গাঁজাসহ যুবক আটক

নড়াইল প্রতিনিধিঃ কালিয়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া পৌরসভার বড় কালিয়া গ্রামের বয়েজ ক্লাব এলাকা হতে ১কেজি গাঁজা সহ ওই যুবককে আটক করে কালিয়া থানার সেকেন্ড অফিসার এনামুল হক ও এ এস আই তুহিনের নেতৃত্বে পুলিশের একটি দল।

আটককৃত আসামী উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের মৃত:হেমায়েত খানের ছেলে মোঃ নুর ইসলাম খান।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজা বিক্রয়ের সংবাদ জানতে পেরে থানার একটি দল অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ নুর ইসলাম খান নামে গাজা ব্যবসায়ী কে আটক করে।
ঘটনায় কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১০