মোঃ হাচিবুর রহমান, নড়াইলঃ নড়াইলের কালিয়ায় অংশীজনের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার সুবির কুমার বিশ্বাস এর সঞ্চালনায় ও ইউএনও রুনু সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান, ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নীরি প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ নানা শ্রেণী পেশার মানুষ । এ সময় উপস্থিত উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দিয়ে উপজেলার বিভিন্ন সমস্যার বিষয়ে অবহিত করা হয়।
অংশীজনের বক্তব্য শেষে নড়াইল জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী বলেন, সবাইকে সাথে সকল সমস্যা সমাধান করা হবে এবং কালিয়ার উন্নয়নে ভুমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন।
আপনার মতামত লিখুন :