• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন

নওগাঁয় সাংবাদিক হত্যার চেষ্টা


প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২২, ১০:১৩ পূর্বাহ্ন / ৯০
নওগাঁয় সাংবাদিক হত্যার চেষ্টা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ শহরের হাট নওগাঁ মহল্লার কেনাবেচা ডট কমের প্রোইটরের রাস্তা দখল করে বালি ফেলানো কে কেন্দ্র করে সাংবাদিক রাশেদ এর উপর বর্বর হামলা হয়েছে ৷রাশেদ সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ৷বর্তমানে কাজ করেন দৈনিক শিরোমনি পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে |রাস্তা থেকে বালি সরানোর কথা বলায় কেনা বেচা ডট কমের সত্বাধীকারী তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন ৷এক পর্যায়ে তিনি সাংবাদিক রাশেদকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ৷

এরপর রাত আনুমানিক ১১.০০ ঘটিকার সময় তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা অস্ত্রে সহিত হয়ে হকষ্টিক দিয়ে রাশেদের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে ৷
এরপর প্রান রক্ষার্থে হাট নওগাঁ প্রবাহ সংসদের প্বর্শের রাস্তা দিয়ে দৌড়ে চলে যেতে চাইলে সন্ত্রাসীরা ঐ গলি রাস্তার অন্ধকারে তাকে হত্যার উদ্দেশ্যে হকষ্টিক দিয়ে স্বজোরে কয়েকজন মিলে এলোপাথারী মারতে থাকে।
এক পর্যায়ে মহসিন আলী ব্যক্তি ও এক মহিলা বহু চেষ্টা করে তাকে প্রাণে রক্ষার ৷
প্রবাহ সংসদের একজন সদস্য সাজ্জু ভাই বলেন তখন অন্ধকার ছিল ৷ তবে ছেলেটিকে নির্মমভাবে মারা হয়েছে।সাংবাদিক এর উপর হামলার তীব্র নিন্দা সাংবাদিকরা করতে থাকেন।সদর থানার ওসি মুঠোফোনে জানান মামলা হয়েছে ৷খুব শীগ্রই আসামীদের ধরা হবে।সদর থানার একটি ফোর্স আসামীদের বাড়িতে তালা ঝোলানো বলে ভেতরে ঢোকার চেষ্টা করেননি। তবে তদন্তকারী কৰ্মকৰ্তা সাকলাইন বলেন আমরা তৎপর আছি আসামীদের ধরার ব্যাপারো বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি ও সদস্য সচিব ঘটনার নৈপথ্যে কারা আছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ৷