মোঃ রেজওয়ানুল হক, পোরশা, নওগাঁঃ নওগাঁর পোরশায় ১০০ পিচ ইয়াবা ও ৯০ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আসাদুল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ। আটকৃত আসাদুল সাপাহার উপজেলার, কলমুডাংগা গ্রামেরঃ আব্দুল আজিজের ছেলে। পোরশা থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে এস আই সানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ কালাইবাড়ি গুচ্ছগ্রাম থেকে ১০০ পিচ ইয়াবা ও ৯০ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকাসহ তাকে আটক করেন। এস ময় আসাদুল সেখানে অবস্থান করছিল। এব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এর আগে আসাদুলের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে। আসাদুলকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :