নিজস্ব প্রতিবেদক,নওগাঁঃ নওগাঁর ধামইরহাটে ২ দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় মহিলা ডিগ্রি কলেজ মাঠে সামাজিক সংগঠন চিরি পাড়ের যুব সমাজের উদ্যোগে ও ধামইরহাট উপজেলা সুধী সমাজের সহযোগিতায় ১ম রাউন্ডের প্রতিযোগিতায় ‘যুক্তিই হোক মুক্তির পথ’ প্রতিপাদ্য কে সামনে রেখে সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক আন্তঃস্কুল ও মাদ্রাসা বিতর্ক উৎসব ২০২২-২৩ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ মোঃ শহিদুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাকসুদুর রহমান বিদুৎ, সফিয়া পাইলট উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, সুপার স্টার গ্রুপের এজিএম হোসেন শাহনেওয়াজ, প্যানেল মেয়র মেহেদি হাসান, অনুষ্ঠানের সঞ্চালক ও আয়োজন চিরিপাড়ের যুব সমাজের সভাপতি মো. আবাবিল, সম্পাদক মাবুদ হোসেন, ইসবপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি সাইদুল ইসলাম, লক্ষন পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি সাদেকুর রহমান, খেলনা উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে খেলনা, আড়ানগর, লক্ষনপাড়া ও পলাশবাড়ী সরকার পক্ষে ও ইসবপুর, হরিতকীডাঙ্গা, চন্ডিপুর ও ভাতকুন্ডু কেএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিরোধী দলের পক্ষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :