
নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ গত ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের পর পরই দেশের বিভিন্ন জায়গায় বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর,অগ্নিসংযোগ ও জমি দখলের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় আদালতে একাধিক মামলাও হয়েছে। এরই অংশ হিসেবে নওগাঁর আত্রাই উপজেলা পাঁচুপুর ইউনিয়নের গুড়নই গ্রামে বাড়ি ঘর ভাংচুর ও জমি দখলের ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
আত্রাই উপজেলার স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ রেজাউল ইসলাম ও ছাত্রলীগের নেতা হিমেলের বাড়িতে হামলা ও জমি দখলের অভিযোগ উঠেছে আত্রাই স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ আজাদ আলীর বিরুদ্ধে।
রেজাউল ইসলাম অভিযোগ করে করে বলেন, আমার নিজ নামে থতিয়ান ভূক্ত গুড় নই মৌজায় একটি পুকুর ও ফসলী জমি বিএনপি’র স্বেচ্ছা সেবক দলের নেতা মোঃ আজাদ আলী নেতৃত্বে দখল করে নেয়। জমিতে ভূট্টা ও ধান রোপন এবং পুকুরে মাছ চাষ করা আছে ও আমার বাবার পৈতিক ভিটায় আমার বাড়িআছে। গত ১০ এপ্রিল রাতে বাড়ি ভাংচুর ওগ্রিল ভেঙ্গে টাকা সোনা লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে আমার পরিবার থানায় অভিযোগ করতে গেলে আমার পরিবারের অভিযোগ থানা কতৃপক্ষ গ্রহন করেন নাই। আমি নিরুপায় হয়ে জীবনের ভয়ে এখন আত্নগোপনে আছি।
এদিকে দখল অভিযোগটি অস্বীকার করে স্বেচ্ছা সেবক দলের নেতা মোঃ আজাদ আলী বলেন, আমি কারও জমি দখল করি নাই এবং বাড়ি ঘর ভাংচুর টাকা সোনাদানা লুট করি নাই। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা গুড়নই গ্রামে দলীয় প্রোগ্রামে যাওয়ার পথে সন্ধ্যা ৭টার আত্রাই- সিংড়া রাস্তার গুড়নই মোড়ে ৭নং আসামী গোলাপের চায়ের দোকানের সামনে পৌছিলে আমার উপর লোহার রড,হকিস্টিক,চাপাতি,জিআই পাইপ সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাকে আহত করে। এ সময় হামলায় অংশ নেয়,অভিযোগকারী রেজাউল ইসলাম(৪৫) পিতা মৃত এনায়েতুল্লাহ হিমেল(৩০) পিতা নজিবর,বাদশা (৩৫) রাঙ্গা (২২) উভয়ের পিতা মৃত আব্দল সরদার, মোঃ শাহাদাত (৪০) পিতা কাছোইতুল্লাহ, মিনহাজ (২০) পিতা মোঃ আব্দুল আজিজ, গোলাপ আলী (৫৫),মোস্তাকিন (৪৫) উভয়ের পিতা মৃত মবেজ সহ আরো ১০/১৫জনের দল। এ সময় আহত স্বেচ্ছা সেবক দলের আহ্বাযক আজাদ আলীর তার ব্যবসায়ীর ক্যাশ পকেটে ৮৩ হাজার টাকা রক্ষিত ছিল তাহা সন্ত্রাসীরা কেড়ে নেয়। আমার চিৎকারে এলাকার মানুষ ঘটনার স্থল এসে আমাকে উদ্ধার করে আত্রাই উপজেলা হাসপাতালে ভতি করেন।তিনি
আরো বলেন, যারা আমার উপর হামলা করেছে তারা আওয়ামী লীগের সন্ত্রাসী। এ বিষয়ে নিন্ম আদালত থেকে শুরু করে উদ্ধ আদালতের চারটি রায় আমার পক্ষে আছে। যাহা আমি জমি খারিজ খাজনা পরিষোধ করে আসছি।
এ বিষয়ে আত্রাই থানা বিএনপি;র সাধারণ সম্পাদক তসলিমউদ্দিন বলেন, আমার দলের নেতা মোঃ আজাদ আলী ঐ দিন দলীয় প্রোগ্রামে যাচ্ছিল তাকে পথ রোধ করে মারপিট করে আহত করে আওয়ামী সন্ত্রাসীরা। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত পুরুষ-নারীরা ঘটনারস্থলে উপস্থিত হয়ে সন্ত্রাসীদের বাড়ি ঘর ঘেরাও করে। আমি দ্রুত ঘটনার স্থলে পুলিশ প্রশাসনকে নিয়ে শক্ত হাতে পরিস্থিতি শান্ত করি। অভিযোগ কারিদের অভিযোগ সত্য নয়। তাদের অভিযোগ বানোয়াট ও মিথ্যা।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচাজ মোঃ সাহাবুদ্দিন বলেন, ঘটনার রাতে একটি অভিযোগ পেয়েছি। ঘটনার স্থল থেকে একজন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়। এ ছাড়া আসামীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :