
নিজস্ব প্রতিবেদক,নওগাঁঃ নওগাঁর মান্দায় ইকরা সুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজদ মোঃ আজিবর রহমান একরামুল হক সিজার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে ।
ইকরা সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান তারা প্রতি বছরের ন্যায় এ বছরেও হতদরিদ্র এবং নিম্ন বিত্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন ইকরা সুন্নাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ মতিন এবং মোঃ আবুল কালাম আজাদ জানিয়েছেন তারা আরও কম্বল বিতরন করবেন।
অনুষ্ঠানে ইকরা সুন্নাহ্ ফাউন্ডেশন এর সভাপতি সৌদি প্রবাসী মোঃ মতিন এবং মোঃ আবুল কালাম আজাদ সমাজের বিত্তবান ও দেশ দশের প্রতি দায়িত্বশীলদের পাশে দাঁড়াতে ও সমাজের সুবিধাবঞ্চিতদের সাহায্যে এগিয়ে আসতে আহ্বান জানান।
তাদের দেওয়া কম্বল পেয়ে নিম্নবিত্ত মানুষের মুখে ফুটেছে হাসি তারা চান এভাবে যেনো ইকরা সুন্নাহ্ ফাউন্ডেশন সমাজ সেবায় এগিয়ে আসে ।
আপনার মতামত লিখুন :