• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

ধামরাই এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৩, ৭:০৪ অপরাহ্ন / ৭৩
ধামরাই এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এম রাসেল সরকারঃ ঢাকার ধামরাই এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সাহানুরকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, সাহানুর দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় ২০১৫ সালের একটি মাদক মামলা রয়েছে। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০১৯ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মামলার রায় ঘোষণার পর থেকেই আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।