• ঢাকা
  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২২, ৭:৩৭ অপরাহ্ন / ১৫৫
দোয়ারাবাজারে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এনামুল কবির মুন্নাঃ দোয়ারাবাজারে চুরির মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ শফিক মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। রবিবার রাত ১০ ঘটিকার সময় উপজেলার বাংবাজার থেকে তাকে আটক করা হয়।

দোয়ারাবাজার থানা (এসআই) মিজানুর রহমান জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়নের স্থানীয় বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মোঃ শফিক মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তাঁর বিরুদ্ধে জিআর-১২০/১৭ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড মামলার ০৬ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর।