এনামুল কবির মুন্না দোয়ারাবাজার প্রতিনিধিঃ দোয়ারাবাজারে জমিতে পানি দিতে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ ঘটিকার সময় উপজেলার বীরসিং গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন একই এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন তার চাষকৃত জমিতে সেচ দেওয়ার জন্য পানির বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :