
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ কবর জিয়ার, দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে শহীদ জায়ানের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করেছে পরিবার। ২০১৯ সালের ২১ এপ্রিল শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় নিহত শহীদ জায়ান চৌধুরীর আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী। শহীদ জায়ানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে গিয়ে জায়ানের নানাভাই, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বড় মামা, বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম ও ছোট মামা বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
আপনার মতামত লিখুন :