নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বহুল প্রচারিত দেশের জনপ্রিয় সংবাদপত্র দৈনিক সোনালী খবরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
শনিবার দুপুরে মিরপুরে একটি রেস্তোরায় পত্রিকাটির ১১ বছরে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিএমপি কমিশনারের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের পুলিশ পরিদর্শক বিপ্লব কিশোর শীল।
সত্য প্রকাশে বন্ধপরিকর এই প্রতিপাদ্যে এবারে উদযাপিত হচ্ছে দৈনিক সোনালী খবরের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী। ২০১৩ সালের ২৫ নভেম্বর পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।