বিশেষ প্রতিবেদক: বাংলাদেশে প্রতি বছর ১৩ হাজারের বেশি নারী নতুন করে স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। প্রাথমিক পর্যায়ে দ্রুত শনাক্ত করা গেলে এর পুরোপুরি নিরাময় সম্ভব। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর বিআরবি হাসপাতালে স্তন ক্যানসার সচেতনতা মাসের সমাপনী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) এর গবেষণার তথ্য তুলে ধরেন ক্যানসার বিশেষজ্ঞরা। এ সময় এ তথ্য জানানো হয়।
ক্যানসার বিশেষজ্ঞরা বলেন, বিশ্বে প্রতি ৮ জনের মধ্যে ১ জন নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। পুরুষরাও এই ক্যানসারে আক্রান্ত হন। চিকিৎসার আধুনিকায়ন ও প্রযুক্তির সম্প্রসারণের ফলে স্তন ক্যানসার হলে পুরো স্তন না কেটেই চিকিৎসা করা হচ্ছে।