• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

দেশে পাবজি-ফ্রি ফায়ারসহ সব ক্ষতিকর গেম বন্ধে নির্দেশ


প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২১, ৫:১০ অপরাহ্ন / ৪৭৪
দেশে পাবজি-ফ্রি ফায়ারসহ সব ক্ষতিকর গেম বন্ধে নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃ অনলাইন প্লাটফরম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ সব ক্ষতিকর গেম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সব অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম তথা লাইকির মতো সব ধরনের অনলাইন গেম এবং অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (১৬ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। একই কারণে ভারতের গুজরাটেও এ গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। বাংলাদেশেও পাবজি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল, পরে আবার চালু করা হয়।