ঢাকা : শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে খিলগাঁও মডেল কলেজের ২০-৩০ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে রাস্তায় দাঁড়িয়ে লাল কার্ড দেখান। এই সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস ও নিরাপদ সড়ক চাই’ বলে শ্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, আমরা জানি চালক ভাইরা অনেক দরিদ্র। তাদের অসহায়ত্বের সুযোগ নেয় সরকারি ও বেসরকারি কর্মকর্তারা। যার কারণে রাস্তায় ফিটনিসবিহীন গাড়ি চলাচল করে। ২৯ নভেম্বর (সোমবার) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।
মানববন্ধন থেকে নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ মেহেদী বলেন, আগামীকাল রবিবার শাহবাগ থেকে লাশের প্রতীকী মিছিল বের করা হবে। আমরা সারা দেশে বাস ট্রেন লঞ্চসহ সব ধরনের গণপরিবহনে হাফ পাস চাই। আস্তে আস্তে সারা দেশে কর্মসূচি ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :