আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে মোছেরের মোড় নামক একটি স্থানে অপরিকল্পিত ভাবে রাস্তার দু'ধারে দোকান ঘর নির্মান করায় ঐ স্থানে হরহামেশা দুর্ঘটনা ঘটছে।
এ অভিযোগ পথচারীদের। রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় পথচারিসহ নানান ধরনের ছোটবড় যান চলাচল করে সর্বক্ষণ। কিন্তু মোড়ে এমনভাবে দোকান ঘর নির্মান করা হয়েছে দ্রুতগতির গাড়িগুলো এখানে প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। তার ওপর রাস্তার ধার ঘেষে কাঠের গুড়ি পুতে রাখায় বাক ফিরতে গিয়েই দুর্ঘনার মুখে পড়তে হচ্ছে যানবাহন গুলোকে।
স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার দু'পাশে অন্তত দুটো স্পীড ব্রেকার তৈরি করা জরুরী হয়ে পড়েছে। সেই সাথে কাঠের খুঁটিগুলি অপসারনের উদ্যোগ নিতে হবে। পথচারীদের দাবি কাঠের খুঁটিগুলি এখনি সরানোর প্রয়োজন। স্থানীয় দোকানদারদের এব্যাপারে কোনো মাথা ব্যাথা নেই। কিছুদিন আগেও একটি দুর্ঘটনায় কয়েক কার্টুন ডিম নষ্ট হয়ে গেছে।
মোছেরের মোড়ে হরহামেশা দুর্ঘটনা ঘটলেও কারো মাথা ব্যাথা নেই। এব্যাপারে কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন বলেন, এগুলো ঠিকনা, কাঠের খুটিুগুলো আমি সরিয়ে নিতে বলবো। রাস্তায় জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটবে এমন কোনো কাজ করা যাবেনা।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ কাজি শহিদুল ইসলাম বলেন বিষয়টি আমার জানা নেই। তিনি বলেন খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।