• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৪, ৩:৪৫ অপরাহ্ন / ৩৪
দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ এবং সার্বিক আইন শৃঙ্খলা প্রস্তুতি নিয়ে রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে খুলনা জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে পুলিশ সুপার টিএম মোশারফ হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকরা খুলনা জেলার পুলিশের এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার টিএম মোশারফ হোসেন বক্তব্যে বলেন আমি মানুষের সেবা করতে আসছি কোন মানুষের সেবার জন্য যদি রাত বারোটার সময় আমাকে বলা হয় আপনি এই ফাইল সই করতে হবে আমি সেই রাত বারোটার সময় সই করতে প্রস্তুত খুলনার সকল প্রকার কর্মকাণ্ড যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা পুলিশ এবং খুলনার সকল সাংবাদিক ভাইয়েরা আমরা উভয় মিলে সাধারণ জনগণের সাহায্যে এগিয়ে আসতে পারবো। মতবিনিময় সভায় খুলনা প্রেসক্লাবের নবাগত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ বিভিন্ন টিভি চ্যানেল পত্র পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।