• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন

দীর্ঘ ১৬ বছর পর পাইকগাছায় বিএনপির কার্যালয় সংস্কার ও পুনঃ উদ্ধোধন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৪, ৪:৩৩ অপরাহ্ন /
দীর্ঘ ১৬ বছর পর পাইকগাছায় বিএনপির কার্যালয় সংস্কার ও পুনঃ উদ্ধোধন

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়টি দীর্ঘ ১৬ বছর নেতাকর্মীদের আর্থিক সহায়তায় সংস্কার ও পুনরায় উদ্বোধন করা হয়েছে। বিগত আওয়ামীলীগ স্বৈরশাসকের আমলে নেতা/ কর্মীরা বিভিন্ন হামলা-মামলার শিকারে পলাতক থাকায় কার্যালয়টি বন্ধ থাকে। কপিলমুনি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তায় সংস্কারের মধ্যে দিয়ে রোববার সকালে কার্যালয়টির উদ্বোধন করা হয়। কার্যালয়টির উদ্বোধনের পর নেতা কর্মীদের মাঝে নতুন করে আবারও প্রান ফিরে এসেছে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় শেখ হাসিনা সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, মোঃ সামছুল সরদার, বুলবুল আহমেদ, বাবুল সরদার,  ফসিয়ার রহমান, রেজাউল করিম, আব্দুস সালাম মোড়ল, আকিজ বিশ্বাস, মিনারুল ইসলাম, সুমন গাজী, সাহেব আলী গাজী, রহমত গাজী, বেলজারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।