• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন

দিনের আলোয় ঘরে ঢুকে ডাকাতি করছে এশিয়ান টিভির সাংবাদিক!


প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৩, ১০:২০ অপরাহ্ন / ১৮৪
দিনের আলোয় ঘরে ঢুকে ডাকাতি করছে এশিয়ান টিভির সাংবাদিক!

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ডাকাতির ঘটনায় এশিয়ান টিভির সাংবাদিক সহ ৩ ডাকাত গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনায় ২৪ ঘন্টা পরে ৩ ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে মোঃ শরিফুল ইসলাম, মোঃ ইমরান ও সোনিয়া আক্তার নুরুন্নাহার। কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া টাইলস মসজিদ এলাকায় ইদু মিয়ার বাড়ির ভাড়াটিয়ে রাবেয়া বেগম গত ১১ এপ্রিল সকালে তার স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে তার রুমে শুয়েছিলেন। সকাল সাড়ে ১০টার সময় হঠাৎ ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে কয়েকজন লোক তাকে ঘরের দরজা খুলতে বললে সে দরজা খুলে দেন। এ সময় ডিবি ও সাংবাদিক পরিচয়দানকারী কয়েকজন লোক তাদের ঘরে প্রবেশ করেই ঘরের দরজা জানালা বন্ধ করে। ডিবি ও সাংবাদিক পরিচয়দানকারী ডাকাতদল তাদের প্রানে মেরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে ডাকাতরা গৃহকত্রী রাবেয়া ও তার স্বামী-ছেলেকে মারপিট করে ঘরে থাকা জমি বিক্রির ৩ লক্ষ ১৭ হাজার টাকা, ১ ভরি ১২ আনা ওজনের ৩টি স্বর্নের চেইন, ৬ আনা ওজনের ৩ জোড়া কানের দুল, ৪ আনা ওজনের একটি স্বর্নের বেসলেট এবং কয়েকটি দামী মোবাইল সেট ডাকাতি করে নিয়ে যায়।

এই ঘটনায় রাবেয়া বেগম মডেল থানায় মামলা করার ২৪ঘন্টার মধ্যেই কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাতদের কাছ থেকে এশিয়ান টিভির লোগো সম্বলিত একটিবুম, একটি ভিডিও ক্যামেরা, একটি এশিয়ান টিভির আইডি কার্ড ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

(সূত্র: — তদন্ত চিত্র )