নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ তুবা সমাজ কল্যাণ সোসাইটির কর্তৃক তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদের ৩৮তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকায় তুবা'র প্রধান কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তুবা'র উপদেষ্টাএম এএফ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম এ শিমুল, দৈনিক দিগন্তর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রাসেল সরকার, শাজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র সভাপতি মনিরুল ইসলাম বাবু, খিলগাঁও থানা কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সবুজবাগ থানা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুলতান শেখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তুবা সমাজ কল্যাণ সোসাইটির মহাসচিব ইসমাইল হোসেন এলিন, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মাসুম ভূঁইয়া যুগ্ম মহাসচিব টিটু আহমেদ যুগ্ম মহাসচিব শাকিল মিয়াজী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাউল শিল্পী পাগল দিন ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল আমিন তালুকদার, সহ প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম সমাজকল্যাণ বিষয় সম্পাদক, ইঞ্জিনিয়ার শাকিল তথ্য প্রযুক্তি বিষয় সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সহ সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ।