নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শনিবার বিকেলে রাজধানীর নন্দীপাড়া বড় বটতলার প্রধান সড়কে তুবা'র কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে আয়োজন করে তুবা সমাজ কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ।
তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর সভাপতিত্বে এবং তুবা সমাজ কল্যাণ সোসাইটির মহাসচিব মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন এর সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তুবা'র উপদেষ্টা এম এ এফ সুমন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজকের বাংলাদেশ টুয়েন্টিফোর ডটকম পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম শিমুল খান, বাংলাদেশ নিউজ সিন্ডিকেটের বার্তা সম্পাদক মোঃ রাব্বি মোল্লা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন তুবা সমাজ কল্যাণ সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ মাসুম হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল সরকার, যুগ্ন মহাসচিব মাসুম ভূঁইয়া, যুগ্ন মহাসচিব টিটু আহমেদ, যুগ্ন মহাসচিব শাকিল মিয়াজী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শাকিল, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল কালাম, উপ সংস্কৃতিক বিষয়ক সম্পাদক পাগল দিন ইসলাম, প্রচার ও প্রকাশক বিষয়ক সম্পাদক আল আমিন তালুকদার, সহ প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক মোঃ ইব্রাহিম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান আবিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য মোহাম্মদ আজিম উদ্দিন, মোঃ রানাসহ সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দরা।
এছাড়াও আর উপস্থিত ছিলেন শাহজাহানপুর থানার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম বাবু, খিলগাঁও থানা কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সবুজবাগ থানা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান শেখ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা এবং তত্ত্বাবধানে ছিলেন তুবা সমাজ কল্যাণ সোসাইটির সকল নেতৃবৃন্দরা।