• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন

তালা খালিষখালি বিয়ের প্রলোভন দেখে একাধিকবার ধর্ষণ বিয়ে না করতে চাওয়াই গৃহবধূর অনশন


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ন / ৫০
তালা খালিষখালি বিয়ের প্রলোভন দেখে একাধিকবার ধর্ষণ বিয়ে না করতে চাওয়াই গৃহবধূর অনশন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী শহিদুল সরদারের ছোট ছেলে সাগর সরদার এর সাথে দীর্ঘ পাটকেলঘাটা আচিম তলা গ্রামের মিজানুরের রহমানের কন্যা সুমি খাতুন বয়স ২২ তিন বছরের প্রেমের সম্পর্ক করে একাধিক বার ধর্ষণ সহ নানা ভাবে তাকে ভোগ করে আসছেন এই সাগর সরদার ২৯ তারিখে রবিবার মেয়ের সাতক্ষীরা কোর্টে পাটকেলঘাটা আচিম তলা গ্রামের মিজানুরে রহমানের কন্যার সুমি খাতুন এর সাথে বিয়ের কথা থাকলেও মেয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিলেই মেয়ে ২৮ তারিখে তার বাড়িতে এসে অনশন করার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে এলাকাবাসী জানান ২৯ তারিখের রবিবার পাটকেলঘাটা আচিম তলা গ্রামের মিজানুরের রহমানের কন্যা সুমি খাতুন বয়স ২২ শহিদুল সরদার এর বাড়িতে এসে অনশন করে আমরা জিজ্ঞাসা করলেই মিজানুরের রহমানের মেয়ে আমাদের জানাই দীর্ঘদিন ধরে এই ছেলের সাথে তার সম্পর্ক আছে তার একাধিক বার ধর্ষণ সহ নানাভাবে ব্যবহার করেছেন কিন্তু শহিদুল সরদারের বড় ছেলে নাজমুল সরদার মেয়েটি কে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং আরো অনেক নির্যাতন চালায় আমরা এলাকাবাসী চাই এটার সঠিক বিচার।

এ ব্যাপারে পাটকেলঘাটা আচিম তলা গ্রামের মিজানুর রহমানের মেয়ে সুমি খাতুন জানান শহিদুল সরদার ছেলে সাগর সরদার আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে এখন আমাকে বিয়ে করার কথা থাকলেও আমাকে বিয়ে করবে না বলে তালবাহানা করে তাই আমি তার বাড়িতে গিয়েছিলাম কিন্তি তার বড় ভাই নাজমুল সরদার আমার ওপারে নির্যাতন চালায় এবং মারধর করে বাড়ি থেকে বের করে দেয়

এ ব্যাপারে শহিদুল সরদারের বড় ছেলে নাজমুল সরদারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি

এ ব্যাপারে বিশিষ্ট কাঠ ব্যবসায়ী শহিদুল সরদার কাছে জানতে চাইলে তিনি জানান মেয়েটা একটি ফকিরের বাচ্চা এটা মিটে গিয়েছে তার মা-বাবা এসে নিয়ে গিয়েছে।