কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।
অনুষ্ঠানের শুরুতেই ডিআইজি মহোদয় নভেম্বর/২২ মাসের ১ম স্থান অধিকারী জেলা হিসেবে গাজীপুর জেলার নাম ঘোষণা করেন। পরে নভেম্বর/২২ মাসের বিভিন্ন ক্যাটাগরিতে ১ম স্থান অধিকারী পুলিশ অফিসারদের নাম ঘোষণা এবং তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
নভেম্বর/২২ মাসের ১ম স্থান অধিকারী নরসিংদী জেলার শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেসবাহ্ উদ্দিন, ১ম স্থান অধিকারী ঢাকা জেলার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এস.এম কামরুজ্জামান পিপিএম, ১ম স্থান অধিকারী কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার বাট্টা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মো. দুলাল মিয়া, ১ম স্থান অধিকারী গাজীপুর জেলা ডিবি অফিসার এসআই (নিঃ) শহিদুল ইসলাম মোল্লা বিপিএম, ১ম স্থান অধিকারী অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রাহুল অনিক, ১ম স্থান অধিকারী মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার নারায়নগঞ্জের সোনারগাঁও থানার এসআই (নিঃ) মেহেদি হাসান, ১ম স্থান অধিকারী ওয়ারেন্ট তামিলকারী অফিসার ঢাকা জেলার আশুলিয়া থানার এএসআই (নিঃ) হারুন অর রশিদ, ১ম স্থান অধিকারী কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার এএসআই (নিঃ) মো. নাছির উদ্দিন।
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি মো.মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :