নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে মোঃ শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক পদে মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু নির্বাচনে জয়লাভ করেছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা প্রেস ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন ২০২৪ - ২০২৫ প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) তে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক রফিকউল্লাহ সিকদার, নির্বাচন কমিশনার ওবায়দুল হক খান, নির্বাচন কমিশনার এডভোকেট শফিকুল ইসলাম কাজল বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও প্রশাসনিক ট্রাইব্যুানালের জিপি, নির্বাচন কমিশনার এইচ এম মারুফ সিকদার, বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ নির্বাচন পরিচালনা করেন।
ঢাকা প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে সর্বমোট ২২ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি মোঃ সাহাদাত হোসেন শাহীন, সহ সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান, অর্থ সম্পাদক মোসাঃ আফসানা রহমান, প্রচার ও তথ্য গবেষণা সম্পাদক ওবায়দুল হক, দপ্তর সম্পাদক মোঃ বাবলুর রহমান, সমাজ কল্যাণ ত্রান ও পূর্নবাসন সম্পাদক মোসাঃ নুরুন্নাহার রীতা, সাংগঠনিক সম্পাদক এম এইচ মাহফুজ, নির্বাহী সদস্য সখিনা বেগম কে বিজয়ী ঘোষণা করা হয়।