• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

ঢাকায় বলিউডের ‘গরমি গার্ল’ নোরা


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২২, ৯:৪৬ অপরাহ্ন / ২০৭
ঢাকায় বলিউডের ‘গরমি গার্ল’ নোরা

বিনোদন প্রতিবেদক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার পা রাখলেন বলিউড সুপারস্টার নোরা ফাতেহি। দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এ অভিনেত্রী। সব বাধা পেরিয়ে উইমেন লিডারশিপ কর্পোরেশনের আমন্ত্রণে ঢাকায় এসেছেন তিনি। সন্ধ্যায় অংশ নেবেন উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ।

এছাড়া ডকুমেন্টারির শুটেও অংশ নেবেন নোরা ফাতেহি। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। দর্শকের জন্য গেট ওপেন হবে বিকেল ৪টায়। অনুষ্ঠানে অংশ নিতে চাইলে অন স্পট রেজিস্ট্রেশন করেও দর্শক অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। এছাড়া এতে অংশ নেবেন বাংলাদেশের সেলিব্রেটিরাও।

ঢাকায় অবস্থানের সময় তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থাকবেন। নির্ধারিত প্রোগ্রাম শেষ করে শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ছাড়বেন বলিউডের ‘গরমি গার্ল’ খ্যাত নোরা ফাতেহি।