নিজস্ব প্রতিবেদক, ধামরাই, ঢাকাঃ ঢাকার ধামরাই উপজেলার কায়েতপাড়ায় সংখ্যালঘু পরিবারের জমি জবর দখলের অভিয়োগ উঠেছে। বর্তমান সরকার অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে আসছেন। কিন্তু কিছু স্বার্থান্বেষী কতিপয় ব্যাক্তি নিজেদের লোভকে সামলাতে না পেরে, রাতারাতি কোটিপতি হওয়ার নেশায় কৌশলে তারা সকল মানবিকতা ভূলে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলসহ বিভিন্ন প্রকার সাম্প্রদায়িক অপরাধে জড়িয়ে পড়ছে।
সম্প্রতি ধামরাই উপজেলার কায়েতপাড়া এলাকায় এক হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৩ ভূমিদস্যুর বিরুদ্ধে থানায় জিডি ও আদালতে
মামলা দায়ের করেছে ভূক্ততোভোগি দীনেশ মন্ডল। গত রবিবার (০৫/০৩/২৩) তারিখে ধামরাই থানাধীন কান্দিকুল এলাকার স্থানীয় দীনেশ মন্ডল নামের ঐ ভুক্তভোগী ধামরাই থানায় একটি সাধারন ডায়েরী করেন।
সাধারন ডায়েরীতে অভিযুক্তদের বিরুদ্ধে জমি জবরদখলের অপচেষ্টাসহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়েছে বলেও অভিযোগ আনা
হয়েছে।
সাধারন ডায়েরী ও বাদী সুত্রে জানা গেছে, গত ৪/৩/২৩ শনিবার সকাল ১০ ঘটিকার সময় ভূমিদস্যু ঘর জামাই শরীফুল (৩৫),কহিনুর(২৫),জামাল(২৭) এর নেতৃত্বে অজ্ঞাত আরো ১০/১৫ জনের একটি দল দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের পৈত্রিক সম্পত্তি ধামরাই থানাধীন কায়েতপাড়া মৌজাস্থিত জে.এল.নং-২৮২,আর.এস দাগ নং-০৪,এস.এ দাগ নং-০৫, খতিয়ান নং-৪২২,১৬০৫ জমি ২০০ বছর ধরে পূর্বপুরুষ ও
বর্তমানে পৈত্রিকসুত্রে মালিক হয়ে আমরা ভৈাগদখল করে আসছি, উক্ত জমিটি চিহ্নিত একটি কুচক্রী মহল জবরদখলের চেষ্টায় আমাদের সম্পত্তিতে ইট দিয়ে অবৈধভাবে পাকা বাউন্ডারী নির্মান করছে।
মামলার বাদী দীনেশ মন্ডল জানান, পৈত্রিক সূত্রে পাওয়া ওই জমিতে জন্ম থেকেই আমরা ভোগ দখলে আছি। জনৈক হরিদাস মন্ডলকে সম্পত্তির ভুয়া মালিক সাজিয়ে ধামরাই আইঙ্গন এলাকার চিহিৃত ভুমিদস্যু ঘর জামাই শরিফ জোর পুর্ববক দখলের চেষ্টা চালাচ্ছে। গত শনিবার শরিফের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী নিয়ে আকস্মিকভাবে আমাদের জমি দখল নিতে হামলা চালায় এবং উক্ত জমিতে অবৈধ ভাবে সাইনবোর্ড স্থাপন ও ৫০ শতাংশ জমির চারপাশে ইটের বাউন্ডারী নির্মান করে। এসময় আমরা বাধা দিতে গেলে দখলকারীরা দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের উপর তেড়ে আসে এবং কাছে
আসলে প্রানে মেরে ফেলবো এমন হুমকি দিতে থাকে । প্রাণের ভয়ে আমরা পিছু হটে আসতে বাধ্য হই । এরপর আমরা ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরী করি যার
নং-২০৩,তাং- ০৫/০৩/২৩ ইং।
এছাড়াও বিজ্ঞ নির্বাহী ম্যজিষ্ট্রেট আদালত,ঢাকা এর কার্যালয়ে ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারায় একটি পিটিশন মামলা দায়ের
করি, মামলা নং-৫৫/২০২৩ । বাদী আরো বলেন, প্রকৃতপক্ষে শরীফ যাদের কাছ থেকে জমিটি ক্রয় করে ক্রয়সূত্রে আমাদের জমি দখল করতে চাচ্ছে,তারা ওই জমির মালিক নয় এবং তাদের কাছে বৈধ কাগজপত্র নেই।
উল্লেখিত অভিযোগ অস্বীকার করে মোঃ শরিফ জানান, আমি হরিদাস মন্ডলের নিকট হতে বৈধ ভাবে উক্ত জমি ক্রয় করেছি। যাহার বৈধ কাগজপত্র রয়েছে। আপনারা আরো
ভালো জানতে চাইলে ওয়ার্ড কমিশনার মোঃ আরিফ ভাইয়ের নিকট গেলে সঠিক তথ্য জানতে পারবেন। কারন তারা কাগজপত্র যাচাই করে আমার সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন। আমি আমার ক্রয়কৃত সম্পত্তিতে বাউন্ডারী নির্মান করেছি। প্রতিপক্ষ উল্টো আমার ক্রয়কৃত সম্পত্তি জবর-দখল করে রেখেছে এবং উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আশরাফুল জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের একটি জিডি কপি পেয়েছেন তবে এ ধরণের অভিযোগের ঘটনায় আদালতের নির্দেশনা প্রয়োজন। আমরা সঠিক ভাবে তদন্ত করে দেখবো, তদন্ত শেষে উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :