• ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

ঢাকার দোহারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন


প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৪, ৯:৫৬ অপরাহ্ন / ৩২০
ঢাকার দোহারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

নিজস্ব প্রতিবেদক, দোহার, ঢাকাঃ ঢাকার দোহার উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ জয়পাড়াস্থ ঘোনা নামক গ্রামে এ ঘটনা ঘটে। বিয়ের দাবিতে অনশনকারী প্রেমিকা একই গ্রামের প্রবাসী আওলাদ হোসেনের মেয়ে।

অনশনকারী মেয়েটি জানান, দোহার ঘোনা গ্রামের জহির খানের ছেলে রোহান বিয়ের প্রলোভন দেখিয়ে গত দেড় বছর যাবত তার সাথে শারিরিক সম্পর্ক করে আসছিলো। কিন্তু এখন রোহান এখন বিয়ে করতে অস্বিকার করলে বিয়ের দাবিতে সে রোহানের বাড়িতে এসে অনশন করে।

এ বিষয়ে অভিযুক্ত রোহানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।

পরে রোহানের পিতা জহির খান তার ছেলের সম্পর্কের কথা স্বীকার করে বলেন, আমার ছেলে যখন জানতে পেরেছে মেয়েটির আগে বিয়ে হয়েছিলা এরপর সে সম্পর্ক থেকে সরে আসছে। এখন সে আমার বাড়িতে চলে আসছে। জোর করেতো বিয়ে হয়না।

এ ঘটনায় অভিযুক্ত রোহানের পিতা জহির খান থানায় গিয়ে অভিযোগ করলে এস আই ফারুক ঘটনাস্থলে যান। তিনি বলেন, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও উভয় পক্ষের লোকজনের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।