নিজস্ব প্রতিবেদক, দোহার, ঢাকাঃ ঢাকার দোহারে ছুরিকাঘাতে গুরুতর আহত পিয়াসকে রাজধানী ঢাকার জাপান বাংলাদেশ হাসাপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
হাসপাতাল কতৃপক্ষ জানায়, পিয়াসের মস্তিস্কে রক্ত জমাট বাধায় অপারেশনের কোন সুযোগ নেই। ৭২ ঘন্টা নিবির পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়।
এদিকে ঘটনার সাথে জড়িত প্রধান আসামি রাফিদকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দোহার থানার ওসি তদন্ত আজহারুর ইসলাম। ঘটনার সাথে জরিত রাফিদের উপযুক্ত বিচার দাবি করেন পিয়াসের পরিবার।
উল্লেখ্য, শনিবার ঢাকার দোহারে পূর্ব শত্রুতার জেরে পিয়াস (১৮) নামের এক কিশোর ছুরিকাঘাতে গুরুত্বর জখম হয়। আহত পিয়াস নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামের মো. মুকুল শরীফের ছেলে। সে ১ বছর যাবত দোহার উপজেলার দোহার ঘাটা গ্রামে তার নানা বাড়িতে বাস করতো।
এ ঘটনায় অভিযুক্ত রাফিদ (২০) নামের একজনকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত রাফিদ উপজেলার দোহারঘাটা গ্রামের আবুল আকনের ছেলে। পূর্ব শক্রুতার জেরে পিয়াসকে মারার জন্য বেশ কিছু দিন যাবত ফেইসবুকের মেসেঞ্জারে হুমকি মূলক বার্তা দিয়ে আসছিলো অভিযুক্ত রাফিদ।
আপনার মতামত লিখুন :