• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

ঢাকার দোহারে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ন / ১২
ঢাকার দোহারে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, দোহার, ঢাকাঃ ঢাকার দোহারে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে দোহার থানা প্রাঙ্গনে পূজা উপলক্ষে দোহার উপজেলার পূজা মন্ডপের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন দোহার সার্কেল এর এ এস পি আশরাফুল আলম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এ এস পি আশরাফুল আলম বলেন, প্রতিবারের মতো দূর্গাপূজায় ঢাকা জেলা পুলিশের পক্ষথেকে শান্তিপূর্ণ পূজা উৎসব পালনে সর্বাত্তক সহযোগিতা থাকবে। দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার বেষ্টনী দিয়ে পুরো দোহার-নবাবগঞ্জ সাজিয়ে রাখবো যাতে করে কেউ যেন কোন রকম অপকর্মে লিপ্ত না হতে পারে না। সকলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা জেলা পুলিশ দিন-রাত এক করে কাজ করছে যা আগামীতেও অব্যাহত থাকবে।

এ সময় উক্ত সভায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমিতাভ পাল অপু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সনাতন ধর্মাবলম্বীরা ও পূজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

সভার আয়োজন করেন ঢাকা জেলা পুলিশ ও দোহার থানা পুলিশ।