• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

ঢাকার দোহারে আ’লীগ পন্থীদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৩:১৬ অপরাহ্ন / ১৫
ঢাকার দোহারে আ’লীগ পন্থীদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি

নিজস্ব প্রতিবেদক, দোহার, ঢাকাঃ ঢাকার দোহারের তিনটি ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ পন্থীদের পুনর্বাসনের অভিযোগে করে এর প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গণতন্ত্রগামী ও স্বৈরাচার বিরোধী দোহারবাসীর ব্যানারে এই কর্মসূচীতে ছাত্রসমাজসহ দোহার উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়। মিছিলটি উপজেলার জয়পাড়া কলেজ থেকে শুরু করে থানার মোড় হয়ে উপজেলা প্রাঙ্গণে এসে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।

এ সময় উক্ত কর্মসুচিতে উপস্থিত থেকে গণতন্ত্রগামী ও স্বৈরাচার বিরোধী দোহারবাসীর পক্ষে বক্তারা বলেন, জোর করে ক্ষমতায় থাকা শেখ হাসিনার দোসরদের উপজেলা প্রশাসনের সহায়তায় পুনর্বাসন করা হয়েছে। যারা ছাত্রআন্দোলন সহ জনসাধারণের উপর নির্মম নির্যাতন ও হামলায় অংশ নিয়েছে তাদের জায়গা দোহারের মাটিতে দোহারের সাধারণ জনতা আর দেখতে চায় না । জুলাই গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার ঈশারায় ও সালমান এফ-রহমানের নির্দেশে যারা দোহারের পথ রক্তে রঞ্জিত করে ছাত্র-জনতার উপর অতর্কিত হামলার বিচার দাবী করে পুনরায় সেই সৈরাচারী প্রথাকে যেনো কোনো অবস্থাতেই জনগনের বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জায়গা না দেওয়া হয় প্রশাসনের প্রতি সেই আহ্বান জানান বিক্ষুব্ধ জনতা । পাশাপাশি উপজেলার কুসুমহাটি ইউনিয়নসহ তিনটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের অপসারণের দাবি জানিয়ে পুনরায় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান উপস্থিত বিক্ষোভকারীরা। উক্ত
গণতন্ত্রগামী ও স্বৈরাচার বিরোধী দোহারবাসীর পক্ষে এ সময় উপস্থিত ছিলেন হাসান আল-মামুন, কাজী মারুফুল হাসান, সেলিম উসমান, মামুন মাঝি, লিংকন ভূইয়া প্রমুখ।