এম রাসেল সরকারঃ কেরানীগঞ্জ এলাকা থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মো. ওয়াহিদুল হক প্রকাশ ওয়াহিদ (৪২)। আজ বৃহস্পতিবার (৪ মে) দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহ্পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, র্যাবের একটি দল অভিযান চালিয়ে ওয়াহিদুল হক প্রকাশ ওয়াহিদকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, ওয়াহিদুল হক প্রকাশের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। এ মামলায় তার দুই বছরের কারাদণ্ড হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
র্যাব জানায়, ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন আসামি। তিনি নিজকে আইনের হাত থেকে বাঁচাতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :