• ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

ঢাকার আশুলিয়ায় ডিবি’র হাতে গাঁজাসহ এক নারী আটক


প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৩, ২:৪২ অপরাহ্ন / ১০৩
ঢাকার আশুলিয়ায় ডিবি’র হাতে গাঁজাসহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক, সাভার, ঢাকাঃ সাভার উপজেলার আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকা থেকে গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি)। বৃহস্পতিবার (৩১শে মার্চ) সকালে গ্রেফতারের বিয়য়টি নিশ্চিত করেছেন। ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ(ডিবি)অফিসার ইনচার্জ মো.রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

তিনি আরো বলেন, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি টিম এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আশুলিয়ায় এলাকায় বিশেষ অভিযানে আব্দুল্লাহর স্ত্রী সীমা আক্তার (২২)কে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ জানান,বৃহস্পতিবার রাত ১১:৪০ মিনিটে আশুলিয়ায় বলিভদ্র এলাকায় আইনশৃংখলা রক্ষা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করার সময় আব্দুল্লাহর স্ত্রী সীমা আক্তার(২২) আটক করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।