নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও ১৬ থানার কার্যক্রম শনিবার শুরু হয়েছে। এর আগে গতকাল শুক্রবার পর্যন্ত ডিএমপির ২৯ থানার কার্যক্রম শুরু করা হয়। এ নিয়ে শনিবার বিকেল ৫টা পর্যন্ত ডিএমপির ৫০টি থানার মধ্যে ৪৫ থানার কার্যক্রম চালু হলো।
ডিএমপি সদর দপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ায় বাকি পাঁচটি থানার স্বাভাবিক কার্যক্রম চালু করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সব থানা আগামীকাল রোববার চালু করা হবে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। এ পাঁচটি থানা হলো, খিলক্ষেত, উত্তরা পূর্ব, পল্টন, যাত্রাবাড়ী ও কদমতলী।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত সোমবার বিকেল থেকে রাজধানীর অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়।
আপনার মতামত লিখুন :