• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

ঢাকার আরও ১৬ থানার কার্যক্রম আবার শুরু


প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন / ১৩
ঢাকার আরও ১৬ থানার কার্যক্রম আবার শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও ১৬ থানার কার্যক্রম শনিবার শুরু হয়েছে। এর আগে গতকাল শুক্রবার পর্যন্ত ডিএমপির ২৯ থানার কার্যক্রম শুরু করা হয়। এ নিয়ে শনিবার বিকেল ৫টা পর্যন্ত ডিএমপির ৫০টি থানার মধ্যে ৪৫ থানার কার্যক্রম চালু হলো।

ডিএমপি সদর দপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ায় বাকি পাঁচটি থানার স্বাভাবিক কার্যক্রম চালু করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সব থানা আগামীকাল রোববার চালু করা হবে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। এ পাঁচটি থানা হলো, খিলক্ষেত, উত্তরা পূর্ব, পল্টন, যাত্রাবাড়ী ও কদমতলী।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত সোমবার বিকেল থেকে রাজধানীর অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়।