• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

ডেঙ্গু : দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল, একদিনে রেকর্ড ২৪১৮ জন হাসপাতালে ভর্তি


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ন / ৬৩
ডেঙ্গু : দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল, একদিনে রেকর্ড ২৪১৮ জন হাসপাতালে ভর্তি

এম রাসেল সরকারঃ দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৪১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬২ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ১ হাজার ২৫৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৭ হাজার ৯২৭ জন রোগী। এর মধ্যে ৪ হাজার ৬৪৬ জন ঢাকায় এবং ৩ হাজার ২৮১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৭ হাজার ৬৮৮ রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে ২৯ হাজার ৫৬০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০১ জন মারা গেছেন।