• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন

ডিবি নরসিংদী কর্তৃক ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশের সময় : মে ১৮, ২০২২, ৩:৩২ পূর্বাহ্ন / ১৭২
ডিবি নরসিংদী কর্তৃক ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজিব আহমেদ নরসিংদী প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদীর এসআই/গনি ও তার টিম নরসিংদী মডেল থানাধীন ভাগাটা নতুন বাজার এলাকা হতে ১৩.৪৫ ঘটিকায় ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ মামুন হোসেন (২৭), পিতা-আমীর হোসেন, মাতা মৃত- উপহার নাহার, সাং-দক্ষিন নওগাঁও, থানা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুর, এ/পি সাং-আমলাবো (গাউছিয়া), থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, ২। মোঃ মোশারফ হোসেন (৩১), পিতা মৃত-জয়নাল আবেদীন, মাতা-রোকেয়া বেগম, সাং-বীর শ্রেষ্ঠ মতিউর নগর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী ও ৩। মোঃ শুভ (১৯), পিতা-আমীর হোসেন, মাতা- মরিয়ম বেগম, সাং-কিসমত বানিয়াদী (নানার বাড়ী) থানা ও জেলা-নরসিংদী (ভাসমান)।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।