• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

ডিপ্লোমা প্রকৌশলী উইং-এনসিপি প্রতিনিধি দল আইডিইবি আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে সৌজন্য স্বাক্ষাত


প্রকাশের সময় : মে ১১, ২০২৫, ৬:০৫ অপরাহ্ন / ২৫
ডিপ্লোমা প্রকৌশলী উইং-এনসিপি প্রতিনিধি দল আইডিইবি আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে সৌজন্য স্বাক্ষাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় নাগরিক পার্টির ডিপ্লোমা প্রকৌশলী উইং এর যুগ্ম সমন্বয়ক প্রকৌশলী শেখ জামাল আবিরের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল আজ আইডিইবি’র বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবির হোসেন এবং সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ডিপ্লোমা প্রকৌশলী উইং এর যুগ্ম সমন্বয়ক প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির এনসিপি অনুমোদিত প্রস্তুতি কমিটির তালিকা হস্তান্তর করেন এবং ডিপ্লোমা প্রকৌশলী উইং এর প্রস্তুতি কমিটির প্রতিনিধি দলের সাথে পরিচয় করিয়ে দেন। প্রকৌশলীদের বিভিন্ন সমস্যা, পলিটেকনিকের ছয় দফা দাবি, আইইবি’র অযৌক্তিক তিন দফা দাবি সহ বিভিন্ন সমস্যার বিষয়ে আইডিইবির নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন।

এ সময় আইডিইবি বর্তমানে আহব্বায়ক কমিটির আহব্বায়ক এবং সদস্য সচিব বলেন, সবার আগে আমরা প্রকৌশলী তাই ডিপ্লোমা প্রকৌশলীদের যে কোন সমস্যা বা দাবির ক্ষেত্রে আইডিইবি ঐক্যবদ্ধভাবে আন্দোলন, সংগ্রাম এবং সকল অপশক্তিকে এক সাথে মোকাবেলা করবে। ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের পক্ষে প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহব্বান জানান।

আইডিইবি প্রতিষ্ঠাকাল থেকেই অরাজনৈতিক সংগঠন হিসাবে প্রকৌশলীদের অধিকার ও ন্যায্যতার জন্য কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতে আরো ঐক্যবদ্ধ ভাবে এই সেক্টরে প্রকৃত উন্নয়ন করতে কাজ করবে।

আলোচনা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের সিনিয়র নেতৃত্ব প্রকৌশল ফয়সাল আলম সোহেল, প্রকৌশল আসাদ, প্রকৌশলী আলমগীর হোসেন, প্রকৌশলী খায়রুল কবির সীপু, প্রকৌশলী আব্দুল কাদির তানিম, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী তারান্নুম বিন জাকির, প্রকৌশলী মেসবাউল করিম, প্রকৌশলী ফারুক হোসেন, প্রকৌশলী আকরাম প্রকৌশল মোঃ বায়েজিদ, প্রকৌশলী রনি বাবু (রেদওয়ান) ।

বর্তমান কমিটিকে বৈষম্য মুক্ত আগামীর বাংলাদেশ গঠনে অবদান রাখতে এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের প্রতিনিধিগন স্বচেষ্ট থাকবে, আইডিইবি ও কারিগরির সকল সেক্টরে সংস্কার, ন্যায্যতা আদায় এবং বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হতে দক্ষ জনবল তৈরিতে ডিপ্লোমা প্রকৌশলীগন মুখ্য ভুমিকা রাখতে একটি কার্যকর ও কর্মঠ টিমকে আইডিইবির কাজে সার্বক্ষনিক সহায়তার জন্য নিদের্শনা দেওয়া হয়।