• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের পিতা আলহাজ্ব আব্দুল আলী মোল্লার ৭ম মৃত্যু বার্ষিকী পালিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন / ৫৭
ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের পিতা আলহাজ্ব আব্দুল আলী মোল্লার ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল শনিবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আলী মোল্লার ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

২০১৬ সালের এই দিনে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে তিনি পরলোক গমন করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার গোপালগঞ্জের নিজ বাড়ি ও শহরের কয়েকটি মসজিদসহ নিজ গ্রাম চন্দ্রদিঘলিয়ার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আলী মোল্লা ছিলেন গোপালগঞ্জ বড় বাজার (সাবেক ক্ষুদ্র বাজার) ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন একাধারে ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক। দেশপ্রেমে উদ্বুদ্ধ ও জনদরদী মহান এই মানুষের জীবদ্দশায় প্রতিষ্ঠিত হয়েছে রাবেয়া-আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং রাবেয়া-আলী মোহাম্মাদিয়া জামে মসজিদ ইত্যাদি।

দোয়া মাহফিলে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।