নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৮ জন পরিদর্শককে একযোগে খাগড়াছড়িসহ বিভিন্ন জেলায় প্রশিক্ষণসংক্রান্ত দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে, যাদের সবাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বদলি করা ডিএমপির ওসিদের মধ্যে খাগড়াছড়িতেই পাঠানো হয়েছে পাঁচজনকে। সোমবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এসব বদলির তথ্য দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি করা ১৮ ওসিকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ট্রেনিং সেন্টার ও এপিবিএন-এ দেওয়া হয়েছে। সেখানে তাদের বেশিরভাগের কাজ হবে প্রশিক্ষণসংক্রান্ত বিষয়ে। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসান মঙ্গলবার বদলির বিষয়ে তথ্য দিয়েছেন।
প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে, উত্তরা পশ্চিম থানার ওসি বিএম ফরমান আলীকে খাগড়াছড়ি এপিবিএন ট্রেনিং সেন্টারে, গুলশান থানার মো. মাজহারল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন ট্রেনিং সেন্টারে, শাহবাগ থানার মো. মোস্তাজিরুর রহমানকে বরিশাল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মতিঝিল থানার মো. আবুল কালাম আজাদকে পিরোজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে। পল্টন থানার মনির হোসেন মোল্লাকে সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, কদমতলী থানার কাজী আবুল কালামকে খাগড়াছড়ি এপিবিএন ট্রেনিং সেন্টারে, পল্লবী থানার অপূর্ব হাসানকে ঠাকুরগাঁও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, তেজগাঁও থানার মোহাম্মাদ মহসীনকে সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, তেজগাঁও শিল্পাঞ্চল থানার এবিএম মশিউর রহমানকে রাঙ্গামাটি এপিবিএন-এ, উত্তরখান থানার ওসি মো. আবু সাঈদ আল মামুনকে বান্দরবান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে, যা প্রজ্ঞাপনে বলা হয়েছে।
তুরাগ থানার ওসি আনিচুর রহমান মোল্লাকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, ভাটারা থানার কাজী মাইনুল ইসলামকে নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, খিলক্ষেত থানার শেখ শাহানুর রহমান খাগড়াছড়ি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মুগদা থানার আবু আনছারকে জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, রামপুরা থানার মোহাম্মদ রিজাউল হককে সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, ডেমরা থানার মোহাম্মদ জহিরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন ট্রেনিং সেন্টারে, মিরপুর মডেল থানার মুন্সী সাব্বির আহম্মদকে লালমনিরহাট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, আদার থানার মো. মাহাবুব রহমানকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
ক্ষমতার পালাবদলের মধ্যে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক তিন আদেশে তিনজন অতিরিক্ত আইজিসহ ৫১ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে এসবি প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। চলতি দায়িত্বে তার স্থলাভিষিক্ত হচ্ছেন রেলওয়ের ডিআইজি মো. শাহ আলম।
প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট সরকারের পতন হলে শেখ হাসিনার নিয়োগ দেওয়া পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পরদিন চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত করা হয় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে। গত ৭ অগাস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হারুন-অর-রশিদকে সরিয়ে পুলিশের এই এলিট ফোর্সের নেতৃত্বে আনা হয় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে।
আর ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে সরিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়লে পুলিশের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। ৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকে থানায় থানায় হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। জ্বালিয়ে দেওয়া হয় অনেক থানা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ঢাকার থানাগুলো। এসব থানার পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অভিযোগও বেশি।