• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২১, ১২:৪১ পূর্বাহ্ন / ৩৭৭
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন

মনিরুজ্জামান অপূর্ব: রবিবার ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়। পুলিশের এ কর্মকর্তা ২০০৮ সালে ২৭ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে এবং ২০২১ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান। মোঃ ফারুক হোসেন এর আগে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশের সিআইডিতে কর্মরত ছিলেন। পদোন্নতি প্রাপ্তির পর ডিএমপির অপারেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

মোঃ ফারুক হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণসংযোগ ও সাংবাদিকতা বিষয়ে এমএসএস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পুলিশ সায়েন্সে এমপিএস ডিগ্রি লাভ করেন।