বিনোদন ডেস্ক: মাইক্রোফোনের সামনে পাতা চেয়ার। তাতে বসা মালায়ালাম সিনেমার অভিনেত্রী অঞ্জলি নায়ের। তার কোলে শুয়ে ৪ মাসের শিশু কন্যা দুধ পান করছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি ছবিতে এমন দৃশ্য দেখা যায়। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন আমাদের ডাবিং।
ইনস্টাগ্রামে এসব ছবি পোস্ট করার পর থেকে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন অঞ্জলি। কারণ সিনেমার ডাবিং করতে করতে কন্যাকে দুগ্ধপান করানোর বিষয়টি নেটিজেনদের নজর কেড়েছে। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, অন্যদিকে কাজের প্রতি দায়বোধ-দুটো বিষয়ের জন্য রাশি রাশি ভালোবাসা জানিয়েছেন ভক্তরা। মা-মেয়ে এবং একজন শিল্পীর এই মুহূর্ত এখন অন্তর্জালে ভাইরাল।