• ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

ঠাকুরগাঁয়ের হরিপুরে বসত ঘরে চেতনা নাশক স্প্রে করে সর্বস্ব লুট


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২২, ৭:১৩ অপরাহ্ন / ১৩২
ঠাকুরগাঁয়ের হরিপুরে বসত ঘরে চেতনা নাশক স্প্রে করে সর্বস্ব লুট

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে বসতঘরে চেতনানাশক স্প্রে করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সর্বস্ব লুট করেছে দৃর্বৃত্তরা। উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রনহাট্রা গ্রামের আলহাজ্ব মোঃ আঃ মালেক (জাপান) এর বাড়িতে এ ঘটনা ঘটে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রনহাট্রা গ্রামের মৃত আলহাজ্ব হিম্মত আলীর ছেলে আলহাজ্ব মোঃ আঃ মালেক (জাপান) এর পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা জানালা দিয়ে ঘরে চেতনানাশক স্প্রে করে ভিতরে প্রবেশ করে নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা ও প্রায় ২৫ ভরি স্বর্ণ অলংকারসহ সর্বস্ব লুট করে পালিয়ে যায়। বুধবার সকালে বাড়ির পাশ্বের আত্মীয় স্বজনরা তাদেরকে উদ্ধার করে।

হরিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।