• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪১ পূর্বাহ্ন

টয়লেটসহ সব জায়গায় মদ পরীর বাসায়!


প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২১, ১১:১৭ অপরাহ্ন / ৩৪৩
টয়লেটসহ সব জায়গায় মদ পরীর বাসায়!

আয়েশা সিদ্দিকী, ঢাকাঃ রাজধানীর বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ আটক হওয়া ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদরদফতরে নিয়ে যাওয়া হচ্ছে। পরীমনির বাসায় অভিযান চলিয়ে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করেছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলার বাহিনীর দায়িত্বশীল সূত্র ।

র‌্যাবের এক কর্মকর্তা জানান, অভিযানের শুরুতে পরীমণি র‍্যাবকে সহযোগিতা করেননি। তবে পরে তার ঘর তল্লাশি করে ফ্ল্যাটের কেবিনেট থেকে বিদেশি মদ, লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) এবং আইস উদ্ধার করা হয়েছে। পরে তার ড্রয়িং রুমের কাভার্ড, শো-কেস, ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল এবং টয়লেট থেকে বিপুল সংখ্যক মদের বোতল উদ্ধার করা হয়েছে। তার বাসায় দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের মদ ছিল, যা বাংলাদেশে খুব কমই আমদানি হয়।