• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় খবর পত্র পত্রিকার উপজেলা প্রতিনিধিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির আভিযোগ


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৩, ৬:১৬ অপরাহ্ন / ৪৪
টুঙ্গিপাড়ায় খবর পত্র পত্রিকার উপজেলা প্রতিনিধিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির আভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক, দৈনিক খবর পত্র পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ আফজাল হোসেনকে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগে আরো জানা যায় মামলা কারীদের সাথে তার পূর্ব কোন শত্রুতা বা গোন্ডগোল সংঘটিত হয় নাই । সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র করে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে বলে জানাযায়। সরে জমিনে গেলে জানা যায় টুঙ্গিপাড়া থানাধীন গিমাডাঙ্গা গ্রামের প্রতিবেশী জাকারিয়া বিশ্বাসের স্ত্রী নয়নতারা বেগমের সাথে তার চাচা আলী আকবরের সাথে দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে বিরোধ চলে আসেছিলো। আফজাল হোসেন এ ব্যাপারে জড়িত না থাকা সত্ত্বেও তার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেন প্রতিপক্ষ। সাংবাদিক আফজালের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ভুক্তভোগী।