• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:৩৪ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়া থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৩, ৯:২৯ পূর্বাহ্ন / ১৪
টুঙ্গিপাড়া থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ টুঙ্গিপাড়া থানা পুলিশের উদ্যোগে সর্বস্তরের জনগনের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা।

তিনি তার বক্তব্যে টুঙ্গিপাড়ার সর্বস্তরের জনসাধারণকে স্বাগত জানিয়ে তাদেরকে জেলা পুলিশের যে কোন সহযোগিতার ব্যাপারে আশ্বাস প্রদান করেন। তিনি পুলিশ জনগনের মিথস্ক্রিয়ায় একটি সু-শৃঙ্খল সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মিজানুর রহমান, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনগন। ‌ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপাঃ) আহমেদ হোসেন।