• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রদ্ধা


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ন / ৩২
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রদ্ধা

শহিদুল ইসলা, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, গোপালগঞ্জ জেলা ট্রাক, ট্যাঙ্কলড়ি ও কভারভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
আজ সোমবার দুপুরে নবনির্বাচিত শ্রমিক নেতারা
এই শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ ও তার পরিবারের সকল সহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময়, জেলা ট্রাক, ট্যাঙ্কলড়ি ও কভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলআমিন মোল্লা, কার্যকরী সভাপতি মিকাইল মোল্লা, সহ-সভাপতি কাবা শিকদার, সাধারণ সম্পাদক মিটু কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।