কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সদর দপ্তর) মোঃ আলি আখতার হোসেন।
রোববার (২৯ আগস্ট) সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে
পুষ্পমাল্য আপন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার একরামুল কবির, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ রকি প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। তারপর তিনি গোপালগঞ্জ এলজিইডি ভবনে পৌঁছালে সেখানে তাকে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাগণ ফুল দিয়ে অভিনন্দন জানান।
আপনার মতামত লিখুন :